বৃক্ষের দিকে তাকালে সারাংশ

বাংলা ব্যাকরণ বইয়ের গুরুত্ব পূর্ণ একটি অধ্যায় হলো সারাংশ। আজকের টপিকে আমরা বৃক্ষের দিকে তাকালে সারাংশ। আপনারা যদি এই রকম বৃক্ষের দিকে তাকালে সারাংশ আরো পেতে চান তাহলে আমাদের সাইটের সাথেই থাকবেন । এই বৃক্ষের দিকে তাকালে সারাংশ টির উত্তর আমরা খুব সহজ ও সাবলীল ভাষায় দেওয়ার চেষ্টা করেছি যাতে এই বৃক্ষের দিকে তাকালে সারাংশ এর উত্তর খুব সহজে বুঝতে পারো তোমরা।

বৃক্ষের দিকে তাকালে সারাংশ

বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন, মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়। তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়। নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই।

সারাংশ: মানব অস্তিত্ব নিয়ে বেঁচে থাকার মধ্যেই মানবজীবনের সার্থকতা নিহিত থাকে না। জগৎ, জীবন ও জাতির কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করার মধ্য দিয়েই মানুষের জীবন সার্থক হয়ে ওঠে।

আর্টিকেলের শেষকথা

বৃক্ষের দিকে তাকালে সারাংশ টি যদি তোমাদের আজকের এই পড়াটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Leave a Comment