নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শােনায় সারাংশ

 বাংলা ব্যাকরণ বইয়ের গুরুত্ব পূর্ণ একটি অধ্যায় হলো সারাংশ। আজকের টপিকে আমরা নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শােনায় সারাংশ । আপনারা যদি এই রকম নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শােনায় সারাংশ  আরো পেতে চান তাহলে আমাদের সাইটের সাথেই থাকবেন । এই নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শােনায় সারাংশ  টির উত্তর আমরা খুব সহজ ও সাবলীল ভাষায় দেওয়ার চেষ্টা করেছি যাতে এই নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শােনায় সারাংশ  এর উত্তর খুব সহজে বুঝতে পারো তোমরা।

নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শােনায় সারাংশ 

নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শােনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি , ধর্মের মানেও তাই। প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম , পার্থক কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের নিজেদের কোনাে হাত নেই। মানুষের বৃদ্ধির ওপরে তার নিজের হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় , মানুষের আত্মা সৃষ্টি করে নিতে হয় , তা তৈরি পাওয়া যায় না। 


সারাংশ : মানুষই পৃথিবীতে একমাত্র জীব যে নিজের আত্মিক বৃদ্ধি নিজেই ঘটাতে পারে। অপরদিকে তরুলতা ও জীবজন্তু প্রকৃতির নিয়মানুসারে বৃদ্ধি পায়। উভয়েরই মূল কথা বৃদ্ধি লাভ। কিন্তু মানুষের বৃদ্ধি দু ধরনের দৈহিক ও আত্মিক। আত্মিক বৃদ্ধির মধ্য দিয়ে একজন মানুষ যথার্থ মানুষ হয়ে ওঠে। আর অন্যান্য সৃষ্টির তুলনায় এখানেই মানুষের শ্রেষ্ঠত্ব।

আর্টিকেলের শেষকথা

নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শােনায় সারাংশ টি যদি তোমাদের আজকের এই পড়াটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Leave a Comment